জামায়াত আমীরকে দেখতে বাসায় যাচ্ছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
প্রকাশিত : ২২:৪৫, ২৩ আগস্ট ২০২৫

হার্টে বাইপাস সার্জারী পরবর্তী বিশ্রামরত জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করতে যাচ্ছেন ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার।
সফরের দ্বিতীয় দিনে আগামীকাল রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ জামায়াত আমীরের ভাড়া বাসায় হবে সেই সাক্ষাৎ।
কূটনৈতিক এবং জামায়াতের দায়িত্বশীল সূত্র সন্ধ্যায় মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে আগামীকাল রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার গুলশানের বাসভবনে যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে তার গুলশানের বাসায় যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।”
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আগামীকাল রোবাবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এর আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ খাতে সহযোগিতা বাড়াতে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।
বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করবেন। এই দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানেরও যোগ দেওয়ার কথা রয়েছে।
পরে সন্ধ্যায় দার ও খান উভয়েই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এসএস//
আরও পড়ুন