ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

জিএম কাদের জাপার চেয়ারম্যান নন: রওশন এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ২৩ জুলাই ২০১৯ | আপডেট: ১৪:০৭, ২৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দলীয় ফোরামে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জিএম কাদের দলের চেয়ারম্যান হতে পারেন না বলে দাবি করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।  

গতকাল সোমবার রাতে নিজ প্যাডে হাতে লেখা এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

জিএম কাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন উল্লেখ করে রওশন বলেন, তিনি দলীয় ফোরামে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। হুট করে আলাপ-আলোচনা ছাড়া তাকে নতুন চেয়ারম্যান ঘোষণা হঠকারী সিদ্ধান্ত। কারণ তাকে জাপার চেয়ারম্যান করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিবৃতির নিচে রওশন এরশাদসহ দলের ১০ জন জ্যেষ্ঠ নেতার নাম দেওয়া হয়েছে। তবে নামগুলোর পাশে স্বাক্ষর নেই।

গত বৃহস্পতিবার জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে জিএম কাদেরকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। পরবর্তী সময়ে জিএম কাদের রওশনের বাসায় গিয়ে তার দোয়া নিয়ে আসেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি