ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ৮ মে ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ফাউন্ডেশনের বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

স্নিগ্ধ জানান, উচ্চশিক্ষায় মনোনিবেশ করার জন্য তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। তিনি এখন থেকে ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরকে নিয়োগ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে গঠিত এই ফাউন্ডেশনটি শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করে আসছে। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি