ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ৩১ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

'জুলাই সনদের' দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ‘জুলাইযোদ্ধা’রা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন অবরোধকারীরা।

শাহবাগের একপাশে অবরোধকারীদের পক্ষ থেকে 'জুলাই যোদ্ধা' পরিচয় লেখা ব্যানার টানানো হয়েছে। লাল-সবুজ পতাকা হাতে শতাধিক মানুষকে শাহবাগে অবস্থান করতে দেখা গেছে।

বিক্ষোভকারীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা বৃথা হতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন অনেক স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেব, কিন্তু রাজপথ ছাড়ব না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।’

তাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহিদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা যায়।

এদিকে, বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

তবে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হলেও জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তির কথা জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি