ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

ডাঃ ফারজানা মাকসুদ রুনার সাময়িক বরখাস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ১৮ মে ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফারজানা মাকসুদ রুনাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন। রোববার (১৮ মে) বিকেল পাঁচটায় - ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা  ডাঃ ফারজানা মাকসুদ রুনার সাময়িক বরখাস্তের আদেশ দ্রুত তুলে নেয়ার আহ্বান জানান।  

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, একজন সংগ্রামী নারী চিকিৎসক ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী। তাকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কায়দায়  অন্যায় ভাবে বরখাস্ত করা  ঠিক হয়নি, এখনো স্বৈরাচারের ফ্যাসিস্টরা এই সরকারকে পরিচালিত করছে, তাদের ইশারায় দেশ চলছে, তাহা না হলে সৈরাচার আন্দোলনে প্রথম সারির সমূহ যোদ্ধাকে   বরখাস্ত করা হবে , এটা অত্যন্ত দৃষ্টিকটুর ,সরকারের প্রতি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানান।

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক  মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন ,ডাঃ ফারজানা মাকসুদ রুনার বরখাস্তের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে তাঁকে পুনরায় স্বপদে বহাল করে কাজে যোগদানের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহবায়ক ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, প্রফেসর ড. শারমিন ইয়াসমিন, প্রফেসর ড. রেজাউর রহমান তালুকদার, ডা: রোকনুজ্জামান সহ বাংলাদেশ মেডিকেল কলেজের অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি