ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিএনসিসি উপনির্বাচনের তফসিল ঘোষণা আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৪০, ৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া উত্তর ও দক্ষিণ সিটির ৩৬ ওয়ার্ডের নির্বাচনের তফসিল আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। দুপুর ১২টায় নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলন করে এ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, ডিএনসিসির মেয়র আনিসুল হকের অকালমৃত্যুতে ডিএনসিসিতে মেয়র পদ শূন্য হয়েছে গত ৩০ নভেম্বর। গত ৪ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে গেজেট জারি করা হয়েছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ১৫(ঙ) ধারা অনুসারে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের আগে মেয়র বা কাউন্সিলরের পদ শূন্য হলে শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ উপনির্বাচন করতে হচ্ছে ইসিকে। এ উপনির্বাচন ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি