ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

ডিএমপির জরুরি সংবাদ সম্মেলন বিকালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১১ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেওয়ায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার। বিকেল পৌনে চারটায় ডিএমপির মিডিয়ার সেন্টারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এদিকে, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। 

এই কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীগুলো কঠোর নিরাপত্তা-ব্যবস্থা নিয়েছে। তবে এরই গতরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন এবং ককটেল ফাটিয়ে পালানোর ঘটনাও ঘটেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি