ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ডিএমপির ২৫ থানায় নতুন ওসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২৫ আগস্ট ২০২৪ | আপডেট: ১৫:১৯, ২৫ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৫ থানায় অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২৫ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

শনিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

এ ছাড়া পৃথক আদেশে ১৯ পুলিশ কর্মকর্তাকে পদায়ন করার কথা জানানো হয়েছে।

থানাগুলো হলো- উত্তরা-পূর্ব থানা, কলাবাগান থানা, তুরাগ থানা, উত্তরখান থানা, চকবাজার থানা, হাজারীবাগ থানা, ক্যান্টনমেন্ট থানা, কোতয়ালী থানা, সূত্রাপুর থানা, শাহজাহানপুর থানা, সবুজবাগ থানা, গেন্ডারিয়া, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলানগর, বনানী, কাফুরুল, শাহআলী, ডেমরা, ওয়ারী, কদমতলি, ভাষণটেক, খিলগাঁও, মতিঝিল ও মোহাম্মদপুর থানা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি