ঢাকা, শনিবার   ২৪ মে ২০২৫

ড. ইউনূস পদত্যাগ করছেন না, গুজব ছড়াচ্ছে এনসিপি: নুরুল হক নুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২৩ মে ২০২৫

Ekushey Television Ltd.

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন—এমন গুজব পুরোপুরি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৩ মে) রাতে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ড. ইউনূস পদত্যাগের কোনো ঘোষণা দেননি। বরং কিছু “সমন্বয়ক” ও এনসিপি নেতাদের অযাচিত হস্তক্ষেপ, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং জাতীয় ঐক্যে চিড় ধরানোর চেষ্টায় তিনি বিরক্ত।

নুর লেখেন, “ড. ইউনূস পদত্যাগ করবেন—এমন কিছু তিনি বলেননি। বরং তথাকথিত কিছু সমন্বয়ক ও এনসিপির নেতাদের বিভিন্ন ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ, মব সৃষ্টি, প্রভাব বিস্তার ও জাতীয় ঐক্য-সংহতি বিনষ্টের কর্মকাণ্ডে তিনি বিরক্ত। তিনি তাদের ডেকে 'সংযত' হতে বলেছেন।”

তিনি অভিযোগ করেন, এনসিপির নেতারা নিজেদের কর্মকাণ্ড নিয়ে জনরোষের মুখে পড়ে এখন সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছেন। আর সে কারণেই তারা ভিত্তিহীনভাবে ড. ইউনূসের পদত্যাগের কথা রটিয়ে দিয়েছেন।

নুরের ভাষায়, “এরা এমনভাবে মিথ্যা নাটক সাজাচ্ছে যে মনে হয় ড. ইউনূস থাকতে চাইছেন না! কী বাটপারি ভাবতে পারেন!”

এই পরিস্থিতিকে “উদ্দেশ্যপ্রণোদিত গুজব” আখ্যা দিয়ে নুর বলেন, “এমন সংকটকালে বিভ্রান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধ প্রয়াসেই জাতীয় সমস্যা সমাধানের পথে এগোতে হবে।”

একুশে টেলিভিশনের অনলাইন পাঠকদের জন্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর পোস্টটি হুহুবু তুলে ধরা হলো-

‘ড.ইউনুস পদত্যাগ করবেন এমন কোন কথা তিনি বলেননি। তবে তথাকথিত কতিপয় সমন্বয়ক ও এনসিপির নেতাদের বিভিন্ন ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ, মব সৃষ্টি, প্রভাব বিস্তার, জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্টের কর্মকাণ্ডে তিনি বিরক্ত ছিলেন, যা তাদের ডেকেও ' সংয়ত ' হতে বলেছেন। আর এনসিপির নেতারা তাদের উপর সৃষ্ট জনরোষ ও অপকর্ম আড়াল করে সিম্প্যাথি পেতে ভূয়া খবর ছড়িয়ে দিলো যে ড.ইউনুস থাকতে চাচ্ছেন না! কি বাটপারি ভাবতে পারেন!’

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি