ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ড. কামালের জোটকে নির্বাচনে স্বাগত জানাই: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ সব সময় প্রতিদ্বন্ধীতামুলক নির্বাচন আশা করে। ইতোমধ্যে অনেকগুলো দল ও জোট নির্বাচনে আসার জন্য তৎপরতা শুরু করেছে। ড. কামাল হোসেনকে এজন্য আমরা স্বাগত জানাই। মুক্তিযুদ্ধের পক্ষের সরকারি দল হোক আর বিরোধী দল হোক সবাই মিলে আমরা দেশকে এগিয়ে নিতে কাজ করবো।

তিনি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে মুলিবাড়িতে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার্থে ট্রমা সেন্টার নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে শহীদ মুনসুর আলী রেল ষ্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, মহাসড়কে দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য আমরা সিরাজগঞ্জে একটি ট্রমা সেন্টার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। যা দ্রুততম সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা হবে।

এ সময় মোহাম্মদ নাসিমের সঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, অ্যাডভোকেট হোসেন আলী হাসান, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রোউফ মুক্ত সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি