ঢাকা, রবিবার   ২৮ ডিসেম্বর ২০২৫

ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২৮ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফার্মগেট এলাকার মনিপুরী পাড়ার পার্ক টাউন রেস্টুরেন্টে নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয়।

এর আগে ঢাকায় বসবাসকারী গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলাবাসীরা তাদের প্রাণের সংগঠন গোবিন্দগঞ্জ সমিতির ২০২৫-২০২৭ইং মেয়াদে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট প্রদান করেন। 

উক্ত নির্বাচনের ফলাফলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাসান মোস্তফা চৌধুরী (রবি) সভাপতি, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রকৌশলী মোঃ রেজাউল হক আকন্দ সিনিয়র সহসভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আল-আমিন সরকারকে মহাসচিবসহ মোট ৩৯টি পদের প্রার্থীদের বিজয়ীদের নাম
ঘোষণা করা হয়।

শনিবার সন্ধ্যা ৬টায় গোবিন্দগঞ্জ সমিতির প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ ডক্টর মোঃ এরসাদুজ্জামান সাহেব সমিতির নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

শপথ পাঠ শেষে বিদায়ী কার্য্য নির্বাহী পরিষদ নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের নিকট সমিতির দায়িত্বভার অর্পণ করেন। উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি