ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

আহতদের মধ্যে সিটি কলেজের তিন শিক্ষার্থী ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী রয়েছেন।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান বলেন, প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা আবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। 

এই ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠান হয়েছে বলে জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, দুপুর ১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়রা জানান, দুই কলেজের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সড়কে যানচলাচল স্বাভাবিক করে।  

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন।

এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি