ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রলীগ নেতাসহ আটক ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ২৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:০৪, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ঘটনার পরপরই চারজনকে আটক করে থানায় দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সম্পাদক ও ফার্সি বিভাগের ছাত্র আহমেদ ফয়সাল, কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের আনোয়ারুল কবির, ইংরেজি বিভাগের তোফায়েল হোসেন এবং আশরাফুল ইসলাম সাকিব। তারা সবাই বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদের অনুসারী বলে জানা গেছে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মাসুম বিল্লাহ ও চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক শামীমা সুলতানা।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, তাদের বিরুদ্ধে ছাত্রলীগের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

 

একে/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি