ঢাকা, শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫

ঢামেকে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ১২ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

এ ঘটনায় ঢামেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জরুরি বিভাগের প্রবেশমুখে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ঢামেক এলাকায় সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার করতে দেখা যায়।

বিকেল ৩টা ৫০ মিনিটে একের পর এক সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আগে থেকেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়।

বর্তমানে হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালে হাদির অবস্থার বিষয়ে জানতে চাইলে পরিচালকের দপ্তর থেকে জানানো হয়- তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন, গুলিটি এখনো তার মাথার ভেতরেই রয়েছে।

এমআর// 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি