ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

তাপসের আসন শূন্য ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ৩০ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১৫, ৩০ ডিসেম্বর ২০১৯

সংসদ সচিবালয়ের গেজেট- সংগৃহীত

সংসদ সচিবালয়ের গেজেট- সংগৃহীত

Ekushey Television Ltd.

ঢাকা-১০ সংসদীয় আসন (একাদশ জাতীয় সংসদের ১৮৩ নম্বর আসন) থেকে সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় ঐ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। রোববার সন্ধ্যায় ঐ আসনকে শূন্য ঘোষণা করা হয়। 

জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে তাপস রোববার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। 

সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়র পদে নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে। তাপসের পদত্যাগে শূন্য হওয়া এই আসনে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 
 
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি