ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

তামান্না চৌধুরীর কোরিয়া যাত্রা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ১১ জুন ২০১৮ | আপডেট: ২২:৩৯, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশন অনলাইনের নিয়মিত লেখক তামান্না চৌধুরী সোমবার (১১ জুন) রাতে দক্ষিন কোরিয়া যাত্রা করছেন। প্যারেন্টেরাল ও এন্টারাল নিউট্রিশন সোসাইটি অফ এশিয়া (পেনসা) আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্স ২০১৮ - এ বাংলাদেশী প্রতিনিধি হিসেবে যোগ দিতে তিনি কোরিয়া যাচ্ছেন।    

আগামী ১৩, ১৪, ১৫, ও ১৬ ই জুন সাউথ কোরিয়াতে এ কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে বাংলাদেশ থেকে আরও যোগ দিচ্ছেন এ্যাপোলো হসপিটালের মেডিকেল সার্ভিস ডিপার্টমেন্ট এর সিনিয়র জি এম আরিফ মাহমুদ। বিশ্বের ৩০টি দেশের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তারা। 

উল্লেখ্য তামান্না চৌধুরী এ্যাপোলো হসপিটালের প্রধান পুষ্টিবিদ। পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়ে মানুষকে সচেতন করতে দীর্ঘদিন থেকে তিনি সমাজসেবা মূলক কাজ করে আসছেন।

আআ/এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি