ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫

তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: তাহের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ১৪ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

তিনজন উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে এবং ভুল তথ্য দিয়ে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে তাহের এসব মন্তব্য করেন।

তাহের আরও অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে ওই দলের প্রতি আনুগত্য বা দুর্বলতার প্রকাশ আগে থেকেই দেখা গেছে। এটি শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে এবং পরে অন্য দলগুলোর সঙ্গে আলোচনার বদলে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল।

তিনি প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণের প্রতিক্রিয়ায় বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হলে জাতীয় নির্বাচনের গুরুত্ব বেশি হবে আর গণভোটের গুরুত্ব কমে যাবে। এর ফলে মানুষের মনোযোগ কম থাকায় গণভোটে ভোট কম পড়লে যারা সংস্কার চাচ্ছে না, তারা এটিকে একটি সুবিধা হিসেবে ব্যবহার করবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব কাজী নিজামুল হক উপস্থিত ছিলেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি