ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্ঘটনার কবলে ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সম্পাদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ১১ অক্টোবর ২০২০ | আপডেট: ১৯:৫৪, ১১ অক্টোবর ২০২০

ডা. ম আ আ মুক্তাদীর

ডা. ম আ আ মুক্তাদীর

Ekushey Television Ltd.

রাজধানীতে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হয়েছেন ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ডা. ম আ আ মুক্তাদীর। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তার ডান পা ভেঙে গেছে। তিনি বতর্মানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের পক্ষ থেকে সাংবাদিক নাসির আহমাদ রাসেল একুশে টিভিকে এ তথ্য জানান।

দুর্ঘটনার শিকার ডা. ম আ আ মুক্তাদীর জানান, প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিনের সহধর্মিনীর চিকিৎসায় সহযোগিতার জন্য সকালে একটি মোটরসাইকেলে চড়ে তিনি মোহাম্মদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি