ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

ধামরাইয়ে ইলেকট্রনিকসের দোকানে অগ্নিকাণ্ড

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫১, ৯ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকার ধামরাইয়ে একটি ইলেকট্রনিকস পণ্য বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মেসার্স আফিফা এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামের দোকানটিতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় আবু সাঈদ নামে এক ব্যবসায়ীর দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ব্যবসায়ী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে চলে যান ব্যবসায়ী। রাত প্রায় ৮টার দিকে শাটারের নিচ দিয়ে ধোঁয়া দেখতে পান পথচারীরা৷ পরে শাটার ভেঙে আগুনের কুণ্ডলি দেখা যায়। প্রায় ৩০ মিনিট ধরে পানি ও বালু নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। এতে ইলেকট্রনিকস পণ্য, নগদ টাকা, ফার্নিচারসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ভুক্তভোগী আবু সাঈদের বাবা সোনা মিয়া বলেন, রাতে দোকান বন্ধ করে চলে যাই। এর আধা ঘণ্টা পর আগুনের খবর পাই। এসে দেখি এলাকার লোকজন আগুন নেভাচ্ছে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২০ লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে। এরমধ্যে বেশিরভাগই ইলেকট্রনিকস পণ্য। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি