ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নতুন বিল্ডিং কোড হচেছ-গণপূর্ত মন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭:২৪, ৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

অনুমদিত নকশা বাইরে ভবন নির্মানের জড়িত কোন পক্ষকেই ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন গৃহায়ন ও গণপূত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, শিগিগরই নতুন বিল্ডিং কোড কার্যকর করা হবে।

গেল মাসে বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনে মারা যান ২৭ জন। পওে তদন্তকমিটির পরিদর্শনে বের হয়ে আসে ভবনটি নির্মানে মানা হয়নি নকশা। ছিল না অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থ।

এরপর শুরু হয় ভবন নির্মানে অনুমদিত নকশার উপর কঠোর নরজদারি।

ডিআরইউ-র সাগর-রুনি মিলনায়নে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রাউজকের এলাকায় অনুমদিত নকশার বাইরে ভবন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে  ব্যবস্থা নেয়ার কথাও জানান গণপূর্ত মন্ত্রী

পর্যায়েক্রমে রাজধানীর সব ভবন পরিদর্শন করা হবে বলে জানান মন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি