ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

নাসিমন ভবনে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে লালদীঘি ময়দানে নয়, কাজীর দেউড়ির বিএনপির নগর কার্যালয়ের সামনে।

আজ শুক্রবার সকালে সিএমপি কমিশনার মাহবুবুর রহমান সমাবেশের অনুমতির কথা জানান। আগামীকাল শনিবার এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে সমাবেশের জন্য কাঙ্ক্ষিত জায়গা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা।
সমাবেশের স্থানের অনুমতি পেতে বিলম্ব হওয়ায় প্রচারের সুযোগ না পেলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যোগ দেবেন বলে আশা করেন চট্টগ্রাম বিএনপির এই নেতা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি