ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কে আখতারের ওপর হামলা, এনসিপির কর্মসূচি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করে সারাদেশে বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক এনসিপি সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পালিত হবে।

এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা এ বিক্ষোভের আয়োজন করেছে। মঙ্গলবার বিকাল ৪টার সময় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালিত হবে। এছাড়া সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে দলটি।

এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন আখতার ও তাসনিম জারা।

এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। হামলাকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন এবং তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে লক্ষ্যবস্তু করেছিল।

এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। আখতার হোসেন ও দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার ওপর হওয়া এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি।

দলটির এক বিবৃতিতে এ ঘটনার কথা উল্লেখ করে এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের ব্যর্থতার দায় চাপানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি