ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজ মেরিন ইঞ্জিনিয়ারের লাশ মিলল শুক্রবাদের নির্মাণাধীন ভবনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:৪৮, ১৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকার শুক্রাবাদের একটি নির্মাণাধীন ভবন থেকে রকিবউল্লাহ রিমন নামের এক মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিঁখোজ হওয়ার একদিন পর রোববার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে গত শনিবার ঢাকার নিউ মার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে রোববার রাত সাড়ে ১১টার দিকে শুক্রাবাদের একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর রিমন উত্তরার বাসা থেকে দুই সন্তানকে নিয়ে সায়েন্স ল্যাবরেটরি রোডে তার শ্বশুরবাড়িতে আসেন। পরে সেখানে বাচ্চাদের দিয়ে তিনি ধানমণ্ডি থেকে ঘুরে আসার কথা বলে বেরিয়ে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ।

নিউ মার্কেট থানা সূত্রে জানা গেছে, জিডি হওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। শুক্রাবাদের মেট্রো শপিং মল এলাকার সিসি ক্যামেরায় রিমানের সর্বশেষ অবস্থান পান। এর পরের ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি