ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

‘নির্বাচনকে কেন্দ্র করে কোনো অযৌক্তিক দাবি সরকার মানবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ কারও কোনো অযৌক্তিক দাবি সরকার মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার সকালে শাহবাগে পাবলিক লাইব্রেরিতে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে নালিশ করছেন। এমন কি জাতিসংঘের দ্বারস্থ হয়েছেন। তাদেরকে আবার বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর সুযোগ করে দিচ্ছে। বিএনপির অযৌক্তিক দাবির সঙ্গে কারও কোনো অযৌক্তিক প্রস্তাব সরকার মেনে নেওয়া হবে না।

এছাড়া বিএনপি  দেশকে ছোট করে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করছে বলেও অভিযোগ করেন খাদ্যমন্ত্রী।

 

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি