ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনের তফসিল বাতিল চায় বাম জোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ১০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৩০, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাম গণতান্ত্রিক জোট নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার তফসিল বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাম জোটের পক্ষ থেকে ঘোষিত তফসিলকে একতরফা উল্লেখ করে তা বাতিদের দাবি জানানো হয়। একই সঙ্গে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান বক্তারা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত সংলাপকে মূল্যহীন ও ব্যর্থ বলে উল্লেখ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো এ আন্দোলন চালিয়ে আসছে। সরকার একদিকে বলছে তারা সুষ্ঠু নির্বাচন দেবে। অন্যদিকে তারা আগে থেকেই তাদের জয় ঘোষণা করে রেখেছে।

সাকি আরও বলেন, সংলাপের আয়োজন দেখে আমরা ভেবেছিলাম সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা প্রথমে বলেছিল কোনো সংলাপ হবে না। অবশেষে পরে তারা সংলাপের আয়োজন করল। আমরাও সংলাপে গিয়েছি। সংসদ ভেঙে দেয়ার দাবি তুলেছি।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সমন্বয়ক সাইফুল হক, মানুষ নন্দী প্রমুখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ। মনোনয়নপত্র দাখিল ১৯ নভেম্বর, যাচাই-বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি