ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১০ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ট্রান্সফর্মার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য বেশ কয়েকটি জায়গায় আজ শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার ডাল কাটার কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেটের ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলোর মধ্যে রয়েছে সিলেট মহানগরীর শাহজালাল উপশহরের ব্লক এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার এলাকা, ইন্ডিয়ান হাইকমিশন এলাকা, পুলিশ কমিশনার কার্যালয় ও আশপাশের অঞ্চল।
 
মৌলভীবাজার

মৌলভীবাজারে ৩৩ কেভি রিং ফিডারের সংস্কারকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ১১ কেভি ডিসি ফিডার, সোনাপুর ফিডার, পিটিআই ফিডার, ধরকাপন ফিডার, সদর হাসপাতাল ফিডার, কুসুমবাগ ফিডার ও কাজিরগাঁও ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

মৌলভীবাজার শহরের কোর্ট রোড, ওয়াপদা রোড, বনশ্রী, ডিসি অফিস এলাকা, উত্তর কলিমাবাদ, দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, চুবড়া, রঘুনন্দনপুর, কাজিরগাঁও, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী ও কালেঙ্গা রোড এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নোয়াগাঁও, নতুনবাজার, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, ধরকাপন, দর্জিরমহল, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, বেরীর পাড়, শাহ মোস্তফা রোড, কুসুমবাগ, এম সাইফুর রহমান রোড, বড়হাট ও হিলালপুর এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

ফরিদপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।

ফরিদপুরের ঝিলটুলি ৩৩ বাই ১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি সার্কিট হাউস, আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা ও রেলস্টেশন ফিডারের আওতাধীন এলাকাগুলো এতে অন্তর্ভুক্ত।

তবে শাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে। আর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি