ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

নির্বাচন পেছানোর সিদ্ধান্ত ইসির : সেতুমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ১১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৪৬, ১১ নভেম্বর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

নির্বাচন পেছানোর এখতিয়ার সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন পেছাবে কি পেছাবে না, সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবির বিষয়ে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন, তা যৌক্তিক। তাই আমরা স্বাগত জানিয়েছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন পেছাবে কি পেছাবে না, এ বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। এতে আমাদের আপত্তি নেই। তবে নির্বাচন কমিশন একটি দলের দাবির মুখে নির্বাচনের তারিখ পেছাতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ দলের কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এ তফসিলকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল স্বাগত জানালেও বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করেছে।
একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি