ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তফসিল ঘোষণা ৮ নভেম্বর

নির্বাচন হতে পারে ২০-২৩ ডিসেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫৯, ৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রোববার ইসির ৩৯তম কমিশন সভা শেষে সন্ধ্যা ৭টায় কমিশনের এ সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ অথবা ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ করা হতে পারে। তবে ২৩ ডিসেম্বরকেই ভোটের তারিখ রাখার পক্ষে কমিশন।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৮, ১৯, ২০ ও ২২, ২৩ এবং ২৭ ডিসেম্বর ভোটের চিন্তা করা হচ্ছে। তবে আগামী বৃহস্পতিবার সকালে আবার কমিশন সভা হবে। ওই সভায় ভোটের তারিখ চূড়ান্ত হবে।

সূত্র জানায়- তফসিল ঘোষণার তারিখ ঠিক হলেও গতকাল রোববারের বৈঠকে মনোনয়নপত্র দাখিল ও ভোটগ্রহণের তারিখসহ বিস্তারিত সময়সূচি নির্ধারণ করা হয়নি। আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় সংক্ষিপ্ত পরিসরে কমিশনের আরেকটি সভায় এ সময়সূচি নির্ধারণ এবং সিইসির ভাষণ রেকর্ডিং সম্পন্ন করা হতে পারে।

তবে বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়া এবং তারেক জিয়া ভোট করতে পারবেন কি-না সাংবাদিকদের সে প্রশ্ন এড়িয়ে যান এ নির্বাচন কমিশনার।

সাধারণত তফসিল ঘোষণা থেকে ভোট পর্যন্ত ৪০-৪৫ দিন সময় লাগে। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৪২ দিন সময় রেখে ভোটের তফসিল হয়েছিল। একাদশ সংসদ নির্বাচনের তফসিলে ৪৫ দিন সময়কে ‘স্ট্যান্ডার্ড’ মেনে ভোটের সময়সূচি ঘোষণা করা হচ্ছে বলে জানান শাহাদাত হোসেন চৌধুরী।

তাই ৮ নভেম্বর তফসিল ঘোষণা করা হলে ৪০ দিনের সময় শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। ১৬ ডিসেম্বরের পরে ১৭-২০ (সোমবার-বৃহস্পতিবার) ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে ৪০-৪৩ দিন। ২১ ও ২২ ডিসেম্বর শুক্রবার ও শনিবার রয়েছে। ২৩ ডিসেম্বর থেকে ৪৬ দিন হবে। ২৫ ডিসেম্বর বড় দিন রয়েছে। সেক্ষেত্রে রোববার থেকে বৃহস্পতিবার ২৩, ২৪, ২৬ ও ২৭ ডিসেম্বর রয়েছে। ৪৯ দিন সময় দিতে হবে ২৭ ডিসেম্বরে ভোটের জন্য। ২৮ ও ২৯ ডিসেম্বর শুক্রবার ও শনিবার বাদে ভোটের তারিখ ৩০ ও ৩১ ডিসেম্বরে গেলে ৫০-৫১ দিন সময় দিতে হবে কমিশনকে। ইতিমধ্যে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ডিসেম্বরের মধ্যেই এখনো ভোট নিতে প্রস্তুতি রয়েছে ইসির।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন করতে হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি