ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

‘নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগের টিম গঠন করা হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ২৬ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২০:৪৩, ২৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

যেকোন নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগের টিম গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও বিশৃঙ্খলতার কঠিন জবাব দেওয়া হবে।

বলেছেন, "কোন অপশক্তিকে আগুন নিয়ে খেলতে দেয়া হবে না এই বাংলার মাটিতে। তাদের সাম্প্রদায়িক, জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকান্ডের সমুচিত জবাব দেয়া হবে।"

এ সময় আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত প্রতিদিন রাজপথে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। শহর থেকে গ্রাম পর্যন্ত সব জায়গায় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকারও নির্দেশ দেন তিনি। 

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিবৃন্দ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি