ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:৪৭, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের জেরে গত কয়েক দিনে প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর এবং আগুন দিয়েছে শিক্ষার্থী। আর তাই এর প্রতিবাদে রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী, চিটাগং রোড, মাতুয়াইলে সড়কে অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। এসব সড়কে ঢাকার বাইরে থেকে আসা কোনও দূরপাল্লার বাস ঢাকায় ঢুকতে দিচ্ছেন না তারা।

বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিক ও যানবহনের নিরাপত্তার দাবিতে এ সড়ক অবরোধ করেছেন তারা।

পরিবহন ধর্মঘটের কারণে যান চলাচল করছে না মেয়র হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সড়কে। এসময় ফ্লাইওভার দিয়ে অনেককে পায়ে হেটে নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

এদিকে রাজধানীর গাবতলী, বাড্ডা, মহাখালী, বনানী কাকলীসহ বেশ কয়েকটি পয়েন্টে ট্রাফিক সার্জেন্টরা বাস থামিয়ে বাস ও লেগুনা চালকদের লাইসেন্স, রুট পারমিট ও গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করছে।

প্রসঙ্গত, গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন শিক্ষার্থী।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি