ঢাকা, সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬

প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে: ডা. তাহের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ১৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৩১, ১৮ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে বলে তিনি মনে করেন।

রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. তাহের।

তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া, সরকারের অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল দেওয়ার প্রবণতা একটি প্রধান রাজনৈতিক দলের নেতাকে ঘিরে সমতার নীতি লঙ্ঘন করছে।

ডা. তাহের বলেন, “কারো নিরাপত্তা বা প্রটোকলে আপত্তি নেই। কিন্তু এটি সমানভাবে নিশ্চিত করতে হবে, নতুবা নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণের দায় এড়াতে পারবে না।” তিনি উল্লেখ করেন, এ বিষয়গুলি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রয়োজনে কমিশনের যথাযথ পদক্ষেপ কামনা করা হয়েছে।

একইসঙ্গে তিনি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। এটি হলে জামায়াত এটিকে উল্লেখযোগ্য ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি