ঢাকা, সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে আসর শেষ করল ঢাকা ক্যাপিটালস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৫, ১৮ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জয় দিয়ে এবারের বিপিএলের যাত্রা শেষ করলো ঢাকা ক্যাপিটালস। রোববার (১৮ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে রাজধানীর দলটি।

আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় ঢাকা। সাইফ হাসান ৪৪ বলে ৭৩ রান করেন ৫টি বাউন্ডারি ও ৫ ছক্কার সাহায্যে। চট্টগ্রামের তানভীর ইসলাম তিনটি এবং শরিফুল ইসলাম ও আমের জামাল দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ঢাকার গতির আগুণে পুড়ে ১৯.৪ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। মোহাম্মদ সাইফউদ্দিন ২৪ রানে চারটি ও তাসকিন আহমেদ ২৮ রানে তিন উইকেট নেন। আমের জামাল সর্বোচ্চ ৪২ রান করেন ২৬ বলের মোকাবেলায়।

এ জয়ের পর ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে আসর শেষ করল ঢাকা। চট্টগ্রাম হারলেও তাদের প্লে-অফে খেলা আগেই নিশ্চিত হয়েছে। আজ হারের পরও তাদের দ্বিতীয় স্থান নিশ্চিত হয়েছে। ফলে, মঙ্গলবার সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তারা রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে। ওইদিন দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি