ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ২১ জুলাই ২০১৯ | আপডেট: ১৮:৫১, ২১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘তড়িঘড়ি করে এ বিষয়ে সিদ্ধান্ত না নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

এ সময় অভিযোগকারী প্রিয়া সাহা দেশে ফিরে আসতে কোন প্রতিবন্ধকতা নেই বলে জানান ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে কথা বলার বিষয়টি এবং এর পেছনে কোনও ষড়যন্ত্র আছে কি না সে সব বিষয় এখনো পরিষ্কার নয়। তাই দেশে ফিরে আসলে তার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হবে।’

তিনি জানান, রাষ্ট্রদ্রোহ মামলা এখনই করা হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে সে অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ১৭ জুলাই হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্মীয় নিপীড়নের শিকার বিশ্বের ১৯টি দেশের ২৭ জনের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এই ২৭ জনের মধ্যে ছিলেন বাংলাদেশি প্রিয়া সাহা।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি