ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, ফিরে আসার চেষ্টা করলেও প্রতিষ্ঠা পাবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের মৃত্যুই হলো অনিবার্য। তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য। তারা যতই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ভাষা শহীদরা মারা যাননি, তারা জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ভাষা শহীদরা জাতির স্মরণে অমর হয়ে থাকবেন। তাদের ভুলে যাওয়া শহীদদের আত্মার প্রতি অবমাননার শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ভাষা আন্দোলনে অংশ নেওয়া অনেকেই মানবেতর জীবনযাপন করেছেন, অথচ তাদের পুনর্বাসন করা রাষ্ট্রের দায়িত্ব ছিল। শহীদরা প্রত্যেকেই একেকটি ইতিহাস বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১৯৫২ আমাদের শিক্ষা দেয়, যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে। যারা ৫২-তে লড়াই করেছেন, তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।

এসময় জামায়াতে ইসলামির আমীর বলেন, ২৪এর আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেছিলেন সামনে পুলিশ, পিছনে স্বাধীনতা। তাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি