বক্তব্য দেয়ার সময় মঞ্চে ঢলে পড়লেন জামায়াত আমির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৭:৪৫, ১৯ জুলাই ২০২৫

জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) বিকেলে ৫টার দিকে তিনি প্রথমে অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন। একটু পর আবার তিনি বক্তৃতা করার জন্য দাঁড়ান। কয়েক সেকেন্ড পর আবারও পড়ে যান।
এসময় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের মাইকে ঘোষণা দেন যে জামায়াতের আমির অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন। এর কিছুক্ষণ পর সমাবেশ মঞ্চে বসেই বক্তৃতা শুরু করেন ডা. শফিকুর রহমান।
এসএস//
আরও পড়ুন