ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বছরের সর্বশেষ সুপারমুন আজ

প্রকাশিত : ১২:৪৫, ২০ মার্চ ২০১৯ | আপডেট: ১৯:৫১, ২০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আজ পূর্ণিমা। রাতের আকাশে চাঁদ উঠবে স্বাভাবিকের চেয়ে ১৪ শতাংশ বড়। কারণ চাঁদটি পৃথিবীর আরও ২৫ হাজার কিলোমিটার কাছে চলে আসবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ) দিন-রাত সমান থাকবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) বিজ্ঞানীরা এমনটিই জানিয়েছেন। 

আন্তর্জাতিক এসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এটাই হবে সর্বশেষ সুপারমুন। এ সুপারমুনের অপার্থিব সৌন্দর্য বাংলাদেশে দেখা যাবে আজ বুধবার (২০ মার্চ) দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে। আর আমেরিকায় দেখা যাবে ২০ মার্চ ৫টা ৫৮ মিনিটে।

সূত্র : সিএনএন

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি