ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বর্ণিল সাজে সেজেছে রাজধানী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ১৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:২১, ১৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী। সরকারী-বেসরকারী ও স্বায়ত্বশাসিত ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লাল-সবুজ আলোয় ঝলমল করছে। এদিকে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নিয়েছে নতুন প্রজন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ শপথ নেয় তারা।

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসময় দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার শপথ নেয় তরুণরা।

পরে ফানুশ ওড়ানোর পাশাপাশি রাজু ভাষ্কর্যের সামনে আতোশ বাজির বর্ণিল আলোয় আলোকিত হয় রাতের আকাশ।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে লাল-সবুজ আলোয় সাজানো হয়েছে সরকারী-বেসরকারী নানা প্রতিষ্ঠান। বর্ণীল আলোয় সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, উচ্চ আদালত ভবন-সহ বিভিন্ন ৫ তারকা হোটেল। 

লাল-সবুজ পতাকার আদলে আলোকিত করা হয়েছে বঙ্গবন্ধু নভো থিয়েটার। এছাড়া মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের স্মরনে রাখা হয়েছে জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি