ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬

বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যার মূল আসামি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‍্যাব বলছে, গ্রেফতার জোবায়ের হোসেন পাপ্পু (২৯) ঘটনার সঙ্গে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছেন। 

রোববার (৪ জানুয়ারি) রাতে এসব তথ্য জানান র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান।

তিনি জানান, গত ৩১ ডিসেম্বর রাতে নাঈম কিবরিয়া প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে যান। বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈমের প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগার বিষয়কে কেন্দ্র করে তর্ক-বির্তক হয়। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় আসামিরা নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

পরবর্তী সময়ে নাঈম কিবরিয়াকে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ভাটরা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। তারা ঘটনা উদঘাটনে অভিযান পরিচালনা করে।

তথ্য-প্রযুক্তির মাধ্যমে জানতে পারে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি জোবায়ের হোসেন পাপ্পু বারিধারা এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিতিত্তে সেখানে অভিযান পরিচালনা করে ক্লুলেস হত্যা মামলার আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেফতার করা হয়। 

এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি মোঃ জোবায়ের হোসেন পাপ্পু উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। 

গ্রেফতার জোবায়ের হোসেন পাপ্পুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি