ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

বাংলা নববর্ষ উপলক্ষ্যে র‌্যালি করবে আওয়ামী লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ১৩ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি বের করবে আওয়ামী লীগ।
আগামীকাল রোববার পহেলা বৈশাখ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭টায় পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের সামনে

থেকে এই র‌্যালিটি শুরু হবে। বর্ণাঢ্য এই র‌্যালিটি বঙ্গবন্ধুর এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

আলোচনা সভা ও র‌্যালির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি