ঢাকা, শুক্রবার   ২৮ নভেম্বর ২০২৫

বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ২৮ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি ও মানিকগঞ্জসহ সারা দেশে বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ‘সম্প্রীতি যাত্রা’ নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম।

শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে মশাল মিছিলটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয়ে সন্ধ্যা ৭টায়  রাজু ভাস্কর্যের  গিয়ে শেষ হয়।

এর আগে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ‘গানের আর্তনাদ’ শীর্ষক প্রতিবাদী গানের অনুষ্ঠানের আয়োজন করে ‘সম্প্রীতি যাত্রা’। বিকাল সাড়ে ৫ টার দিকে সেই অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আয়োজকদের দাবি, ‘কনসার্ট ফর ঢাকার’ অনুষ্ঠান থেকে কিছু ‘স্বেচ্ছাসেবক’ জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি