ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বাড্ডায় গণপিটুনির ঘটনায় গ্রেফতার আরও ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে তাসলিমা আক্তার রেনুকে গণপিটুনির ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ নিয়ে মোট ১৩ জনকে পুলিশ  গ্রেফতার করেছে। রেনু হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকবে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা গুজব রটাচ্ছে তারা নজরদারির মধ্যে রয়েছে। 

গত ২০ জুলাই রাজধানীর বাড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানকে ভর্তির ব্যাপারে খোঁজ নিতে গেলে ছেলে ধরা সন্দেহে তাসলিমা আক্তার রেনুকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করে নিহতের ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু। দুর্বৃত্তরা। পরে ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে সনাক্ত করে পুলিশ।   

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনা কারীদের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি ইউনিট নজরদারি চালাচ্ছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এনএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি