ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাড্ডায় গৃহবধূকে গলা কেটে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৫৪, ৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর মধ্য বাড্ডায় বাজারের গলিতে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী। নিহত গৃহবধূর নাম সোমা আক্তার (২৭)।

শুক্রবার দুপুরে খুনের এ ঘটনা ঘটে। নিহতের স্বামী মনির হোসেন একজন মাদকাসক্ত।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, দুপুরে চিৎকার শুনে আমরা মনিরের ঘরে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সোমা আক্তার। ভেতরে মনির হোসেনও রক্তাক্ত।

পরে সোমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী গণমাধ্যমকে জানান, আমরা খুনের একটা অভিযোগ পেয়েছি। এখন ফোর্স নিয়ে নিজে স্পটে যাচ্ছি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি