বিএনপির বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা আব্বাস
প্রকাশিত : ২০:৩৯, ১৪ জুলাই ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের জনগণের একমাত্র আশার ঠিকানা এখন বিএনপি, এবং এই দলকে ধ্বংস করলেই অন্যরা নিজেদের স্বার্থে রাজত্ব করতে পারবে—এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একাধিক গোষ্ঠী।
রোববার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
জামায়াতের দিকে ইঙ্গিত করে কড়া ভাষায় মির্জা আব্বাস বলেন, লম্বা লম্বা কথা বলা আর সুকৌশলে চাঁদা তোলা ছাড়া জামায়াতের কোনো কাজ নেই। ওরা একে বলে ‘হাদিয়া’। দেশের বড় বড় গ্রুপগুলোর কাছ থেকেও চাঁদা নেওয়া হয়েছে। আর রাজনৈতিকভাবে কখনো একে, কখনো ওকে ভর করে চলা এদের অভ্যাস। এখন তাদের একমাত্র টার্গেট বিএনপি, কারণ বিএনপিকে শেষ করতে পারলেই ওরা রাজত্ব করতে পারবে।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মির্জা আব্বাস বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন এখন হুমকির মুখে। তারা তার দক্ষ নেতৃত্বকে সহ্য করতে পারছে না। অথচ তারই নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারে। জনগণের মনে রাখা উচিত, বিএনপি ছাড়া বাংলাদেশ আর কারও হাতে নিরাপদ নয়।
তিনি জামায়াত, চরমোনাই এবং এনসিপিকে উদ্দেশ করে বলেন, এইসব দলের কথায় বিভ্রান্ত হবেন না। জনগণকে আহ্বান জানাচ্ছি, প্রতিটি ঘটনার পেছনের কারণ ও উদ্দেশ্য বিশ্লেষণ করুন। কেউ বিএনপিকে অযথা কাঠগড়ায় দাঁড় করাতে চাইলে, তারও বিচার হওয়া দরকার।
বক্তৃতার একপর্যায়ে তিনি অভিযোগ করে বলেন, বিএনপির জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের সাংগঠনিক শক্তিকে পুঁজি করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপিতে ঢোকার চেষ্টা করছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
মির্জা আব্বাসের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে জামায়াতের প্রতি তার তীব্র সমালোচনা এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তাঁর আশাবাদী বার্তা নেতাকর্মীদের মধ্যে সাড়া ফেলেছে।
এসএস//
আরও পড়ুন