ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বিএনপির সঙ্গে অলঙ্ঘিত দেয়াল কীভাবে ভাঙব: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ৪ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৩:২০, ৪ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বিএনপির সঙ্গে রাজনীতির অলঙ্ঘিত দেয়াল কীভাবে ভাঙবেন সে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির ত্রিবার্ষিক কাউন্সিলে অংশ নিয়ে এ প্রশ্ন রাখেন সেতুমন্ত্রী। 

বিএনপির সঙ্গে রাজনৈতিক বিভাজন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সেই ইতিহাস বেশিদিন আগের নয়। কী দৃষ্টিকোণ, কারা তখন ক্ষমতায়, কারা প্ল্যানার, কারা মাস্টারমাউন্ড সবাই জানে। ইতিহাসের এই নির্মম সত্যকে অস্বীকার করার উপায় নেই। তারপরও আজকের রাজনীতির এই অলঙ্ঘিত দেওয়াল কীভাবে ভাঙব?’

সরকারের চেষ্টার কমতি ছিল না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এত সবের পরও বেগম জিয়ার সন্তানের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়িতে ছুটে গিয়েছিলেন সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে। ঘরের দরজা, বাইরের দরজা, গেট বন্ধ করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার মুখের ওপর। এতে অলঙ্ঘিত দেয়াল আরও উঁচুতে উঠল। সেদিন যদি শেখ হাসিনা শোকাতুর মাকে সান্ত্বনা দিতে সেই গৃহে প্রবেশ করতে পারতেন, তাহলে রাজনীতিতে কর্মসম্পর্কের নতুন ইতিহাস সৃষ্টি হতে পারতো।’


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি