ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে : নাহিদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ১৪ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (১৪ জুলাই) দুপুরে ২টায় পটুয়াখালী পৌর শহরের মার্কেট হাউসের সামনে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি। তারা এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদারের দলে আবির্ভূত হয়েছে। সেই পাহারাদারকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।

তিনি বলেন, “যখন আমরা পদযাত্রা করে প্রতিটি জেলায় যাচ্ছি, যখন মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আমাদের প্রতি, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জবাব দিবো আমরা জনসমর্থন দিয়ে।”

এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করেছিল, এই অভ্যুত্থানের পর সেই একই সিস্টেম, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী, আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলমান রেখেছে। ডিজিএফআই থেকে শুরু করে, বাংলাদেশের স্টাবিলিশমেন্টগুলো এই অভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টির করছে।”

এনসিপির এই নেতা আরও বলেন, শত্রু বাংলাদেশের ভেতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। বারবার বাংলাদেশের ভেতরে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি।

এ সময় আরও বক্তব্য দেন- দলটির মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তর) সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, খান তালাত মাহমুদ রাফি ও মুজাহিদ শাহীনসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি