ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বিএনপি থেকে অব্যাহতি চাইলেন সাহাব উদ্দিন

প্রকাশিত : ২০:৫৪, ১৬ মার্চ ২০১৯ | আপডেট: ২০:৫৪, ১৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন দলের সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন।

শনিবার (১৬ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর পাঠানো চিঠিতে তিনি দলের সব পদ থেকে অব্যাহতি চান। চিঠির একটা অনুলিপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও পাঠানো হয়েছে।

চিঠিতে সাহাব উদ্দিন লিখেছেন, ‘আমি দীর্ঘদিন দলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছি। একইসঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া সব দায়িত্বও সঠিকভাবে পালন করেছি। আমাকে এ ধরনের দায়িত্ব দেওয়ার জন্য চেয়ারপারসনসহ দলের সব নেতার প্রতি আমি কৃতজ্ঞ।’

‘বর্তমানে শারীরিক ও পারিবারিক কারণে আমার পক্ষে আর এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমাকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করছি। শনিবার (১৬ মার্চ) থেকে সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি কার্যকর বলে বিবেচিত হবে’ চিঠিতে উল্লেখ করেন বিএনপি নেতা সাহাব উদ্দিন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি