ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বিএনপি নেতাকর্মীরা নৌকায় যোগ দিচ্ছে: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ২২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নৌকার পক্ষে নারী, পুরুষ এবং তরুণদের গণ-জোয়ার দেখে বিএনপি নেতাকর্মীরা নৌকায় যোগ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সারাবাংলার ধানেরে শীষ এখন নৌকায় উঠেছে।

আজ শনিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবরিহাট উপজেলায় নির্বাচনী পথসভায় তিনি এ সব কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, জনগণের সাড়া না পেয়ে বিএনপির এখন নির্বাচন কমিশন এবং বিদেশিদের কাছে নালিশ করে বেড়াচ্ছে। নালিশ ছাড়া বিএনপির আর কোনও সম্বল নাই বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার। নারীদের সম্মানে শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট চান তিনি।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ডা. এ কে এম জাফর উল্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কামাল খাঁন, ধানশালিক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান কামাল সহ অন্যান্য নেতারা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি