ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

বিএনপি সন্ত্রাসী লালনকারী রাজনৈতিক দল: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ১২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এটা স্বীকৃত, পরীক্ষিত ও প্রমাণিত যে, বিএনপি একটি সন্ত্রাসী লালনকারী রাজনৈতিক দল। এরা ১৫ আগস্ট হত্যাকারীদের অশ্রয় দিয়েছে ও লালন করেছে। তাদের নেতা জিয়াউর রহমান এ খুনের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত ছিল। আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ক্ষমতায় গিয়ে আত্মস্বীকৃত খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। রাষ্ট্রদূত বানিয়েছে। এমপি-মন্ত্রী বানিয়ে পার্লামেন্টে বসিয়েছে।

তিনি বিএনপির উদ্দেশে বলেন, ২১ আগস্টের হামলার পর আপনারা (বিএনপি) তিন বছর ক্ষমতায় ছিলেন। কেন বিচার করেন নাই? তদন্ত করেন নাই কেন? কেন বিচারের পথ রুদ্ধ করে দিয়েছিলেন? কেন জজমিয়া নাটক সাজিয়ে ছিলেন? এর জবাব কে দেবে? এই কারণে আপনাদের পাপের ফল ভোগ করতে হচ্ছে।

১৪ দলের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশ জাসদের (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ আরও অনেক নেতাকর্মী।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি