ঢাকা, মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬

বিনোদন কেন্দে ভীড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.


ঈদের আনন্দকে উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভীড় করছে হাজারো মানুষ। উপচে পড়া ভীড় সাভারের ফ্যান্টাসি কিংডম, নেত্রকোনার কিড্ডি কিংডম, নরসিংদীর ড্রিম হলিডে পার্কসহ দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ছোটদের পাশাপাশি ঈদ আনন্দ ভোগ করছে বড়রাও। 
সাভারের আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে উৎসব উপভোগ করতে আসছে হাজার হাজার বিনোদন প্রেমী মানুষ। 
চলছে শিশুদের গাড়ি- ঘোড়ায় চড়ার বায়না। সাথে ট্রেন, রোলার কোষ্টারসহ বিভিন্ন রাইডে চড়তে পিছিয়ে নেই বড়রাও। গানের তালে তালে নীল জলে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতেছে বেড়াতে আসা তরুণ তরুনী, শিশুরা। 
এতিম শিশু ও প্রতিবন্দীদের বিনা খরচে ঘোরার সুযোগ রেখেছে পার্ক কর্তৃপক্ষ।
দর্শনার্থীদের ভীড় নেত্রকোনার ্র কিড্ডি কিংডমেও। নাগরিক কোলাহল আর ক্লান্তি ভুলে ঈদ আনন্দে মেতেছে শিশুসহ নান বয়সী মানুষ।
বৈরী আবহাওয়ার মধ্যেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। দর্শনার্থীদের ভীড়ে মুখর পার্কটি। বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট- ওয়াটার বোট, রোলার কোষ্টার, সুইং চেয়ার আর সুইমিংপুল সেজেছে বর্ণিল সাজে।
ছুটি শেষে আবারো যান্ত্রিক জীবন, তাই সময়টুকুকে কাজে লাগাতে পরিপূর্ণ আনন্দ পেতে চান বেড়াতে আসা মানুষ। 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি