ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বিমানবন্দরে ১০ কেজি স্বর্ণসহ কেবিন ক্রু আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৪:২৯, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি স্বর্ণসহ রোকেয়া শেখ মৌসুমী নামে এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে। তিনি একটি বেসরকারি এয়ারলাইনসে কর্মরত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওমানের মাসকাট বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরে আসা একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে ওই ক্রুর কাছ থেকে এই সোনা পাওয়া যায়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আলমগীর জানান, বেলা ১১টার দিকে মাসকাট থেকে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা কেবিন ক্রু মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। তাকে কাস্টম জোনে এনে তল্লাশি করা হলে ১০ কেজি স্বর্ণ পাওয়া যায়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি